সীমান্ত এলাকায় বিএসএফের টহলদারি থাকায় সে গরুটি বাংলাদেশে পাচার করতে পারেনি। গরুটি সীমান্ত এলাকার একটি গাছে বেঁধে রেখে অপেক্ষা করছিল ওই গরু চোর। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। সঙ্গে সঙ্গে গরুর মালিক কে খবর দেওয়া হয়। খবর পেয়ে গরুর মালিক সহ এলাকার লোকজন ওই এলাকায় ছুটে আসেন। সীমান্ত সংলগ্ন এলাকায় গরু ওই ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় জনগণ খুবই ফেটে পড়েন। তাকে আটক করে গণধোলাই দেন এলাকাবাসী।
তাতেই সে গুরুতরভবে জখম হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সীমান্তে বিএসএফের টহলদারী থকায় সে বিএসএফের চোখে ধুলো দিয়ে গরুটি সীমান্তের ওপারে নিয়ে যেতে পারেনি। এ ব্যাপারে কলম চওড়া থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।নাটক গরু চোর এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য এলাকায় বসবাসকারী জনগণ জোরালো দাবি জানিয়েছেন।
সীমান্ত গ্রামের বাসিন্দারা জানিয়েছেন প্রায় সময়ই ওই এলাকা থেকে গরু চুরির ঘটনা ঘটে চলেছে। গরু চোরের নিত্য তাণ্ডবে দিশেহারা এলাকার কৃষিজীবী অংশের মানুষজন।রাত জেগে পাহারা দিয়ে তারা তাদের গবাদিপশু চোরের হাত থেকে রক্ষা করতে পারছেন না বলেও অভিযোগ জানিয়েছেন। সীমান্তে বিএসএফের টহলদারী বাড়ানোর জন্য সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে।