স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ১৬ জানুয়ারি।। অসতর্কভাবে নিজের গাড়ি নিয়ে রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন একজন চিকিৎসক। ট্রেনের সামনে এসে দুমড়ে-মুচড়ে যায় উনার গাড়িটি। গুরুতর আহত হন ওই চিকিৎসক। আহত চিকিৎসকের নাম উৎপল দেববর্মা।
শনিবার সকালে জিরানিয়া রেলস্টেশন সংলগ্ন দুর্গারামপারাতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী সকাল সাড়ে সাতটা নাগাদ আগরতলা থেকে রওনা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
জিরানিয়া রেল স্টেশনে পৌঁছানোর এক কিলোমিটার আগে রেল লাইনের উপরে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের দাবি ডাক্তার উৎপল দেববর্মা ব্যক্তিগত গাড়ি নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। লাইনের উপরে আসতেই হঠাৎ গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।
গাড়ি থমকে দাঁড়িয়ে পড়ে লাইনের উপর। কয়েক সেকেন্ডের মধ্যেই দ্রুতগতির এক্সপ্রেস ট্রেন গাড়িটিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে দেয়। দুর্ঘটনার পর ট্রেন কিছুটা দূরে গিয়ে থামে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল কর্মী সহ জিরানিয়া থানার পুলিশ।
দমকলকর্মীরা গুরুতর আহত ডাক্তার উৎপল দেববর্মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ডাক্তার দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য এদিন বিকালে বহিঃরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে।