অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। অফিস যাওয়ার ক্ষেত্রে ট্রাফিক জ্যাম এক বড় উদ্বেগের বিষয়। বেশিরভাগ দিনই ট্রাফিক জ্যামের কারণে অনেকেরই অফিস পৌঁছতে দেরি হয়ে যায়। কিন্তু সেই সমস্যার বোধহয় এবার অবসান হতে চলেছে।
এই প্রথম ভারতে চালু হল এয়ার ট্যাক্সি। যানজটের সমস্যা এড়িয়ে হাওয়ায় ভেসে নির্দিষ্ট সময়ে অফিস পৌঁছতে সাহায্য করবে এই এয়ার ট্যাক্সি। তবে দিল্লিতে নয়, ভারতে প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু হল হরিয়ানায়।
শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এই পরিষেবার উদ্বোধন করেন। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও পরিষেবা শুরু হবে সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার থেকে। প্রথম উড়ান হিসেবে হিসার থেকে দেরাদুন পর্যন্ত চলবে এই এয়ার ট্যাক্সি। দ্বিতীয় পর্যায়ে চন্ডীগড় থেকে দেরাদুন এবং হিসার থেকে ধর্মশালা পর্যন্ত এই উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হবে। দ্বিতীয় পর্যায়ে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু হচ্ছে ২৩ জানুয়ারি।
মুখ্যমন্ত্রী খাট্টার এদিন জানিয়েছেন, সিমলা, কুলু ও হরিয়ানার আরও অনেক জায়গায় এয়ার ট্যাক্সি চালু করার পরিকল্পনা রয়েছে তাঁর সরকারের। এয়ার ট্যাক্সি আসলে হল ছোট ধরনের বিমান। ডবল ইঞ্জিন যুক্ত এই বিমানে চারজনের বসার জায়গা রয়েছে।
উড়ান স্কিমের আওতায় সারাদেশেই এয়ার ট্যাক্সি চালু হবে। এখনও পর্যন্ত ৩০০ রুটে এই পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো শহরগুলিতে এই পরিষেবা চালু করতে পারলে অফিস যাতায়াতের সময় ৯০ শতাংশ পর্যন্ত কমানো যাবে।
যে এয়ারক্রাফটগুলি ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হবে সেগুলির মোটরে একাধিক বিশেষ ধরনের ইলেকট্রো-ম্যাগনেটিক প্রযুক্তি থাকবে। যা সাহায্য করবে আকাশসীমা মুক্ত রাখতে। তবে এই এয়ার ট্যাক্সিতে বিশেষ কোন শব্দ হবে না।
শব্দ দূষণ কমানোর জন্যই সেভাবেই ইঞ্জিন তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, শহরের সুউচ্চ বিল্ডিংয়ের ছাদগুলিকেই এয়ার ট্যাক্সি লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেখানেই যাত্রীরা ওঠানামা করবেন। তবে এই ট্যাক্সির জন্য যাত্রীদের কত টাকা খরচ করতে হবে সে বিষয়টি এদিন জানানো হয়নি।