১. আপনার ঠোঁটের ত্বক যদি শুষ্ক ও রুক্ষ হয় তাহলে লিপষ্টিকের রঙ দীর্ঘস্থায়ী হতে চায় না৷ তাই আগে ঠোঁটকে আর্দ্র রাখার চেষ্টা করতে হবে৷ লিপষ্টিক লাগানোর আগে একটু মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে নিন৷ তাতে ঠোঁট আর্দ্র থাকে৷ এরপর ঠোঁটে লিপষ্টিক লাগালে তা দীর্ঘস্থায়ী হবে৷
২. লিপ বাম লাগালে ঠোঁটের ত্বক মসৃণ হয়৷ তাই লিপষ্টিক লাগানোর আগে লিপ বাম লাগিয়ে নিলেও ভালো ফল পাওয়া যায়৷ ফাউন্ডেশন শুধু মুখে নয়, ঠোঁটের ত্বকেও ব্যবহার করতে হবে৷ তাতে ঠোঁটে লিপষ্টিক লাগানোর আগে একটি ভিত তৈরি হয় যার ফলে লিপষ্টিক বেশিক্ষণ একইরকম থাকে ঠোঁটে৷ এছাড়াও পুরো ঠোঁটে ভালোভাবে মিশেও যাবে লিপষ্টিকের রঙ৷
৩. গাঢ় রঙের লিপষ্টিক লাগানোর আগে অবশ্যই মনে করে কনসিলার দিয়ে ঠোঁটের রেখা এঁকে নিতে হবে৷ তা না হলে ঠোঁটের চারপাশে লিপষ্টিকের রঙ ছড়িয়ে যেতে পারে৷
৫. সবসময় লিপষ্টিক লাগানোর আগে লিপ লাইনার ব্যবহার করে ঠোঁটের রেখা এঁকে নিতে হবে৷ তারপর রেখার ভিতরের অংশ ভর্তি করে নিতে হবে লিপষ্টিকের রঙ দিয়ে৷
৬. সব শেষে লিপষ্টিক লাগানোর পরে ঠোঁটের ওপর টিস্যু পেপার রেখে তার ওপর পাউডার ব্রাশ করে নিতে হবে৷ এতে পার্টির শেষ পর্যন্ত একই রকম থাকবে আপনার লিপস্টিক৷