শুক্রবার নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্যে বনমালী পুরে ডিজেল চালিত অত্যাধুনিক একটি জল নিষ্কাশনী পাম্প মেশিন এর আনুষ্ঠানিক সূচনা করেন।ডিজেল চালিত জল নিষ্কাশন পাম্প মেশিনের আনুষ্ঠানিক সূচনা করে নগর উন্নয়ন দপ্তরের সচিব বলেন বর্ষাকালে রাজধানী আগরতলা শহরে জল জমে থাকে।পরিমাণে একটু বেশি বৃষ্টি হলে শহর এলাকার বিভিন্ন বাড়ি ঘর এবং রাস্তাঘাট জলের তলে চলে যায়। বানভাসি অবস্থা দেখা দেয় শহর এলাকাতে। গত কয়েক বছর ধরে সমস্যা বেড়েই চলেছে।পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকার আগরতলা শহর এলাকাকে বর্ষার মৌসুমে বানভাসি অবস্থা থেকে রক্ষার লক্ষ্যে স্মার্ট সিটি মিশন প্রকল্পে জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ গ্রহণ করে।এই উদ্যোগের অংশ হিসেবেই রাজধানী আগরতলা শহরের ৬ টি স্থানে ডিজেল চালিত পাম্প মেশিন বসানো হচ্ছে।
নগর উন্নয়ন দপ্তরের সচিব জানিয়েছেন বনমালীপুর, পুরানো থানার পেছনের দিকে, সেন্ট্রাল আগরতলা , ওরিয়েন্ট চৌমুহনী, কর্নেল চৌমুহনী এলাকায় এই পাম্প মেশিন বসানো হবে। এই মেশিনগুলো এর বিশেষত্ব হলো বৃষ্টি হলে এবং শহর এলাকায় অধিক পরিমাণে জল জমে গেলে কম্প্রেশন গুলি চালানো হবে।তিনি আরো বলেন বেশি বৃষ্টি হলে এবং জল জমে গেলে শহর এলাকাতেও অনেক সময় বিদ্যুৎ থাকেনা। বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ চালিত পাম্প মেশিন চালানো অসম্ভব।সে কারণেই ডিজেল চলিত পাম্প মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এই অত্যাধুনিক পাম্প মেশিন বলে বসানোর ফলে বর্ষাকালে আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থা অনেকটাই উন্নত হবে বলে তিনি দাবি করেছেন। এখন থেকে বৃষ্টি হলে আগরতলা শহর এলাকায় জল হবে থাকবে না বলেও তিনি দাবি করেন।