মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাড়ছে কাক ও অন্যান্য পাখির মৃত্যু

অনলাইন ডেস্ক, ১৬ জানুয়ারি।। করোনার উদ্বেগ এখনও বহাল রয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে বার্ড ফ্লু। মহারাষ্ট্রে প্রতিদিনই বার্ড ফ্লুতে পাখির মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই রাজ্যের ২২ টি জেলায় সংক্রমণ ছড়িয়েছে। তবে শুধু মহারাষ্ট্র নয়, গুজরাত, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ থেকেও পাখির মৃত্যুর খবর মিলছে।

শনিবার নতুন করে মহারাষ্ট্রে ৩০০-র বেশি পাখির মৃত্যু হয়েছে। মৃত পাখিদের নমুনা পরীক্ষা করে এভিয়ান ভাইরাসের উপস্থিতি মিলেছে। মৃত পাখিদের মধ্যে রয়েছে পায়রা, কোকিল, কাক ও শালিখ। মুম্বইয়ের থানেতে মৃত পাখির সংখ্যা ২০০ ছাড়িয়েছে। থানেতেও ইতিমধ্যে এভিয়ান ভাইরাসের উপস্থিতি মিলেছে।

সমগ্র মহারাষ্ট্র এবং থানেতে প্রায় হাজার পাখির মৃত্যু হয়েছে। ওই সমস্ত মৃত পাখির দেহ মাটিতে গভীর গর্ত করে কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঁদুরই যাতে মৃত পাখির দেহের সংস্পর্শে না আসে তার জন্যই এই সিদ্ধান্ত।

ইতিমধ্যেই গভীর গর্ত তৈরি করে মৃত পাখিদের দেহ কবর দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রের পারভানি জেলা থেকে এই এভিয়ান ভাইরাসের সংক্রমণ শুরু হয়। গত কয়েকদিনে সেখানে হাজারেরও বেশি মুরগির মৃত্যু হয়েছে।

ঘটনার জেরে মহারাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই বার্ড ফ্লু সংক্রামিত এলাকার পোলট্রিগুলিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জীবানুনাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

গুজরাত, হরিয়ানা, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান প্রভৃতি রাজ্যগুলিতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত রাজ্যে পোল্ট্রির মুরগির উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে। রোগ প্রতিরোধ করতে ওই সমস্ত পোল্ট্রিফার্ম মালিকদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?