কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন কংগ্রেসের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ জানুয়ারি।। কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরুদ্ধে সরব হলো প্রদেশ কংগ্রেস। এবং কৃষক বিরোধী কালো আইন বলে প্রত্যাহারের দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস। কিন্তু রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করতে পারিনি তার আগেই প্রশাসনের তরফ থেকে  বেরিকেট দিয়ে গোর্খাবস্তি নেহেরু পার্ক এলাকায় আটকে দেওয়া হয় মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানান, নয়া কৃষি আইনের বিরুদ্ধে লক্ষ লক্ষ  কৃষক আন্দোলনে শামিল হয়েছে।

গোটা দেশের কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে সোচ্চার হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে কৃষকরা রাজভবন অভিযান করছে। কৃষকদের সর্বনাশ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার নয়া আইন এনেছে। আইনগুলি কার্যকর হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। জমির মালিকানা তাদের হাতে থাকবে না। কৃষি ব্যবস্থার মুখ থুবরে পড়বে। শুধুমাত্র কয়েকজন শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ কৃষকদের সর্বনাশ করে ফেলছে সরকার। এমনকি সুপ্রিম কোর্টে আইন স্থগিত রেখে যে কমিটি গঠন করেছে, সে কমিটির সদস্যরা পূর্বে নয়া কৃষি আইনের সমর্থনে ছিল।

তারা নরেন্দ্র মোদির এজেন্ট বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন যতদিন না পর্যন্ত সরকার কৃষক এবং শ্রমিকদের স্বার্থে আইনগুলি প্রত্যাহার করছে আন্দোলন ততদিন চলতে থাকবে গোটা দেশে। এর শেষ দেখে নেবে কংগ্রেস দল বলে জানান তিনি। পরে ৬ জনের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে যান। তাদের দাবি-দাওয়া রাজ্যপালের নিকট তুলে ধরেন। প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক, বিল্লাল মিয়া, হরিপদ দেবনাথ, রাধাশ্যাম সাহা প্রমূখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?