গোটা দেশের কংগ্রেস কর্মীরা সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর নেতৃত্বে সোচ্চার হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সারাদেশে কৃষকরা রাজভবন অভিযান করছে। কৃষকদের সর্বনাশ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার নয়া আইন এনেছে। আইনগুলি কার্যকর হলে কৃষকদের ব্যাপক ক্ষতি হবে। জমির মালিকানা তাদের হাতে থাকবে না। কৃষি ব্যবস্থার মুখ থুবরে পড়বে। শুধুমাত্র কয়েকজন শিল্পপতিদের স্বার্থ রক্ষার জন্য লক্ষ লক্ষ কৃষকদের সর্বনাশ করে ফেলছে সরকার। এমনকি সুপ্রিম কোর্টে আইন স্থগিত রেখে যে কমিটি গঠন করেছে, সে কমিটির সদস্যরা পূর্বে নয়া কৃষি আইনের সমর্থনে ছিল।
তারা নরেন্দ্র মোদির এজেন্ট বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন যতদিন না পর্যন্ত সরকার কৃষক এবং শ্রমিকদের স্বার্থে আইনগুলি প্রত্যাহার করছে আন্দোলন ততদিন চলতে থাকবে গোটা দেশে। এর শেষ দেখে নেবে কংগ্রেস দল বলে জানান তিনি। পরে ৬ জনের প্রতিনিধি দল রাজ্যপালের সাথে সাক্ষাৎ করতে যান। তাদের দাবি-দাওয়া রাজ্যপালের নিকট তুলে ধরেন। প্রদেশ কংগ্রেসের আহবায়ক হরেকৃষ্ণ ভৌমিক, বিল্লাল মিয়া, হরিপদ দেবনাথ, রাধাশ্যাম সাহা প্রমূখ।