পণ্য ক্রয়ে সচেতনতাই নাগরিকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে : খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কমলপুর, ১৬ জানুয়ারি।। জাতীয় ভোক্তা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আজ কমলপুরের নজরুল ভবনে আলোচনাচক্র ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ কমলপুর মহকুমা প্রশাসন ও মহকুমা খাদ্য, জন সংভরণ কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য, জন সংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷

উদ্বোধকের ভাষণে তিনি বলেন, জাতীয় ভোক্তা দিবস ১৯৮৬ সালের ২৪ ডিসেম্বর চালু হওয়ার পর সুুদীর্ঘকাল ভোক্তা আইনের সংশোধন হয় নি৷ ২০১৯ সালে ভোক্তা সাধারণের সুুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু নতুন সংশোধনী আনায় বর্তমানে জনগণের এই বিষয়ে অধিকার অনেক বেশি সুুরক্ষিত হয়েছে৷

তিনি আরও বলেন, বর্তমানে রাজ্যের ভোক্তা আদালতগুলিতে ৮৭ শতাংশ মামলার নিস্পত্তি হয়েছে৷ এই বিষয়ে তাই জনগণকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি৷ তিনি বলেন, পণ্য ক্রয়ে সচেতনতাই নাগরিকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারে৷ জাতীয় ভোক্তাদিবস উদযাপন নাগরিকদের ভোক্তা অধিকার ও ক্রেতা সুুরক্ষা বিষয়ে সচেতন করার একটি প্রয়াস৷

কিন্তু ব্যক্তি জীবনে এর উপযোগিতা ভোক্তা আইনের সঠিক ব্যবহার ও প্রয়োগের মাধ্যমেই নিশ্চিত হয়৷ এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অতিথিরা বিজয়ীদের পুরস্কৃত করেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, বিশিষ্ট আইনজীবি শ্যামল কান্তি পাল৷ স্বাগত ভাষন রাখেন কমলপুরের মহকুমা শাসক সুুশান্ত কুমার সরকার৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?