শুক্রবার এডি নগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে পুলিশ সপ্তাহ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। শহিদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমবেদনা জানান।
ত্রিপুরার আইন শৃঙ্খলা রক্ষা, সামাজিক স্বার্থ বজায় রাখা এবং জন সম্পর্ক এই বিসয় গুলির মধ্যে পারদর্শিতার সঙ্গে কাজ করে চলছে। করোনা মোকাবেলায় ত্রিপুরা পুলিশ বড় ভূমিকা পালন করেছে। স্বাভাবিকভাবে প্রশাসন মানে মানুষ প্রথম পুলিশ কেই মনে করে। কিছু পরিবর্তন রাজ্যে হয়েছে। নারী নির্যাতন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে পুলিশ ভূমিকা পালন করছে।
নারী নির্যাতনের মতো ঘটনা ২৮.৮ শতাংশ কমেছে। ধর্ষণের ঘটনা ১৫.৪৫ শতাংশ কমেছে। হত্যার চেষ্টা ২৩ শতাংশের উপর কমেছে। এ ধরনের একাধিক পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রীর। নতুন ত্রিপুরা গড়ার স্বপ্নে ত্রিপুরা পুলিশ সমানভাবে পারদর্শিতার সঙ্গে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শান্তির বাতাবরণ থাকলে সেই রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হয়।
নতুন দিশাতে চলছে ত্রিপুরা। ২০১৯ সালে যে জায়গায় ত্রিপুরা পুলিশ ছিল তার থেকে অনেক দূর বর্তমানে এগিয়ে গেছে। পুলিশ সমাজ ব্যবস্থার একটা অন্যতম অঙ্গ। ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য এই পুলিশ তৈরি করা হয়েছে। যারা এখনো উগ্রপন্থা সহযোগী হিসেবে রয়েছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বিকাশ মুখি ভারত বর্ষ তৈরি হচ্ছে। বিকাশে তাদের শামিল হওয়ার আহ্বান জানান। এন এল এফ টি -র বড় সদস্যরা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছে। রাজ্য পুলিশ টাকারজলা থেকে ৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশের।
এক্ষেত্রে পরিষ্কার হয় সেভাবে সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন পুলিশ সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ পুলিশ অফিসার, থানা সহ বেশ কিছু পুরস্কার প্রাপকের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি একটি রক্তদান শিবিরের উদ্বোধন করে ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।