অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। কাল শনিবার দেশ জুড়ে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি। টিকাকরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগে এই সংক্রান্ত বেশ কয়েকটি নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র। রাজ্যগুলোকেও সেই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, কী কী করা যাবে, আর কী নয়।
একটি ডোজ কোভিশিল্ডের, পরের ডোজ কোভ্যাক্সিনের-এমনটা করা যাবে না। গর্ভবতী ও যারা শিশুদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তাদের কোভিড টিকা আপাতত দেওয়া যাবে না। কারণ ট্রায়ালে এমন লোকদের ওপর পরীক্ষা হয়নি।
১৮ বছরের কম বয়সীদের ওপর এখনও ক্লিনিকাল ট্রায়াল হয়নি, তাই তাদের কোভিড টিকা দেওয়া যাবে না আপাতত। যাদের অ্যালার্জি আছে কোনও ওষুধ, খাবার বা ভ্যাকসিন থেকে তাদের কোভিড টিকা দিতে নিষেধ করা হয়েছে। যাদের রক্তক্ষরণ বা রক্তজমাট বাধার রোগ আছে তারা খুব সতর্ক ভাবে টিকা নিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, টিকা নেওয়ার ক্ষেত্রে মেন চলতে হবে আরও বেশ কয়েকটি বিষয়। যেমন, কোভিড পজিটিভে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সুস্থ হয়ে উঠেছেন, এমন ব্যক্তিরা সুস্থ হওয়ার ৪-৮ সপ্তাহ পর কোভিড টিকা নিতে পারবেন।
যদি কোনও ব্যক্তি অন্য রোগের জন্য টিকা নিয়ে থাকেন, তা হলে সেই টিকার সঙ্গে কোভিড টিকা নেওয়ার সময়ের ফারাক ১৪ দিন হতে হবে। টিকা নেওয়ার পরেই যে সব পার্শ্বপ্রতিক্রিয়া হলে প্যারাসিটামল নেওয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ‘কোভিশিল্ড’ এবং ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’।
ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে সেই টিকা। যথাযথ পদ্ধতিতে কোল্ড স্টোরেজগুলিতে সংরক্ষিত রাখা হয়েছে সেই টিকা। প্রস্তুত টিকাকেন্দ্রগুলিও। এ বার চূড়ান্ত পর্বের অপেক্ষা।