ভারতীয় গণমাধ্যম জানায়, প্রথমে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনা থাকলেও মহামারির কারণে আলীবাগের একটি পাঁচতারা হোটেল বুক করা হয়েছে। তবে কভিড-বিধি মেনেই বিয়ের পরিকল্পনা করা হচ্ছে।
পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ে হবে। ধাওয়ান পরিবারের পক্ষ থেকে ই-কার্ডে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে ২২ থেকে ২৫ জানুয়ারি ডেট ব্লক করে রাখতে বলা হয়েছে অতিথিদের।
শোনা যাচ্ছে, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে সংগীত ও মেহন্দির অনুষ্ঠানের আয়োজন করা হবে আর ২৪ জানুয়ারি বিয়ে। বিয়ের এক দিন আগেই ধাওয়ান ও দালাল পরিবার ভেন্যুতে পৌঁছাবেন।
পেশায় ফ্যাশন ডিজাইনার নাতাশা এর আগে অনেকেরই বিয়ের পোশাকের নকশা করেছেন। এবার নিজের জন্য করবেন। তবে বরুণের পোশাক কে করছেন জানা যায়নি।