এবার তিনি কাশ্মীরের রানী

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। কঙ্গনার রনৌতের ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ বক্স অফিসে ১৫০ কোটি রুপির মতো আয় করলেও বাজেটের বিচারে ফ্লপ! সেই ছবির সিক্যুয়েলের ঘোষণা দিলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’। সেখানে ওঠে আসবে কাশ্মীরের রানী দিদ্দার কাহিনি। লোহারা রাজবংশের মেয়ে ছিলেন দিদ্দা। রাজা কাসেমা গুপ্তর সঙ্গে তার বিয়ে হয়।

রাজা হওয়ার কিছুদিন পরই অজানা জ্বরে কাসেমার মৃত্যু হয়। নাবালক ছেলে অভিমন্যুর অভিভাবক হিসেবে দিদ্দা রাজ্যভার গ্রহণ করেন। পুরুষতান্ত্রিক সমাজে অনেকেই তার বিরোধিতা করেছিল। ষড়যন্ত্র করে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু দিদ্দা সব বিদ্রোহ কঠোর হাতে দমন করেন।

একটা সময় পর ছেলে অভিমন্যুরও মৃত্যু হয়। তারপর দিদ্দার তিন নাতিও অস্বাভাবিকভাবে মারা যায়। ইতিহাসবিদের অনেকের দাবি, ক্ষমতালোভী দিদ্দা নিজেই তিন নাতিকে খুন করিয়ে সাম্রাজ্যের অধিকার একা ভোগ করেন। অনেকে আবার দিদ্দার নৃশসংতার বিবরণকে পুরষতন্ত্রের অপপ্রচার বলে মনে করেন।

জন্মসূত্রে শারীরিক সমস্যা থাকলেও দিদ্দার ছিল কূটনৈতিক বুদ্ধি, যুদ্ধকৌশল ও প্রশাসনিক ক্ষমতা। দুইবার নাকি গজনীর সুলতান মাহমুদকে হারিয়েছিলেন। বিশেষ মুদ্রাও চালু করেছিলেন। যাতে দিদ্দা ও কাসেমা গুপ্তর ছবি দেখা যায়।

কাশ্মীরের এই রানীর কাহিনি অনেকেরই অজানা। তাই এই বীরাঙ্গনার কাহিনি দর্শকদের সামনে নিয়ে আসছেন বলে টুইটারে জানিয়েছেন কঙ্গনা। ছবির নাম ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’। কমল জৈনের সঙ্গে যৌথভাবে ছবিটির প্রযোজক কঙ্গনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?