অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। শুক্রবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অযোধ্যা রাম মন্দিরের জন্য ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন ট্রাস্টের সদস্যদের হাতে। আজ থেকেই শুরু হল রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহের কাজ। আর তা সবার আগে দান করলেন রাষ্ট্রপতি।
অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্ট আজ থেকেই মন্দিরের জন্য চাঁদা সংগ্রহের কাজ শুরু করেছে। এই অভিযান চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে বিশ্ব হিন্দু পরিষদের স্বেচ্ছাসেবকরা। ১০ টাকা থেকে শুরু করে ১০০০ বা তাঁর বেশিও চাইলে এই ট্রাস্টে দান করতে পারবেন মানুষ।
এর বদলে সকলকে কুপন দেওয়া হবে মন্দিরের তরফ থেকে। এমনকি ২০০০ টাকার বেশি যারা দান করবেন তাঁদের জন্য থাকবে বিশেষ কুপন ব্যবস্থা। মিলবে আয়করেও ছাড়।
এই প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় কার্যকারী অধ্যক্ষ আলোক কুমার জানিয়েছেন, রাষ্ট্রপতির হাত দিয়েই রাম মন্দিরের টাকা সংগ্রহের কাজ শুরু হল। এর পর তাঁরা একে একে যাবেন সকলের কাছে। উপরাষ্ট্রপতির কাছেও যাওয়া হবে। তারপর নরেন্দ্র মোদির কাছে যাওয়া হবে।
প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে এই ট্রাস্টের সদস্যরা। এবং সেই অর্থ দিয়েই মন্দিরের কাজ এগোবে। ২০ হাজারের বেশি কেউ দান করতে চাইলে তা নেওয়া হবে চেকে। ৫ লক্ষ ২৫ হাজার গ্রামবাসীর কাছে পৌঁছে যাবে এই ট্রাস্ট।