বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বার্তায় বলেছে, গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১ মার্চ ২০২ জনের করোনা শনাক্তের পর এটি সর্বোচ্চ সংখ্যা। এর একদিন আগে তথা গত বুধবার ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য কমিশন বার্তায় আরও বলা হয়েছে, নতুন আক্রান্তের মধ্যে ৯০ জন হুবেই প্রদেশের। এছাড়া উত্তরপূর্ব হেইলংজিয়াং প্রদেশে ৪৩ জন এবং গুয়াংশি ও শানশি প্রদেশে একজন করে আক্রান্ত হয়েছেন।
হেইলংজিয়াং প্রদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে। নতুন এই রোগটিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ২০ লাখ পার হয়েছে। শনাক্তের সংখ্যা ৯ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে ২০ লাখ ১ হাজার ২৮৯ জন মারা গেছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৮৯০ জন। এর মধ্যে সুস্থের সংখ্যা প্রায় ৬ কোটি ৬৮ লাখ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি।