অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। একজন ১৩ বছরের নাবালকের সঙ্গে দুঃসহ অত্যাচারের ঘটনা ঘটল। নয়াদিল্লির ভয়াবহ ঘটনায় শিউড়ে উঠছে গোটা দেশবাসী। এক নাবালকের লিঙ্গ জোর করে পরিবর্তন করানো হল কারণ তাঁকে শারীরিকভাবে শোষণ করানো হবে। ঘটনায় এফআইআর দায়ের করানো হয়েছে। ওই নাবালক দিল্লির লক্ষ্মীনগর এলাকার বাসিন্দা।
ওই যুবকের সঙ্গে ধর্ষকদের আলাপ হয় বছর তিনেক আগে একটি নাচের অনুষ্ঠানের মাধ্যমে। সেখান থেকে মান্দাভালিতে নিয়ে যাওয়া হয় নাচ শেখানোর নাম করে। নির্যাতিত যুবক নাচের অনুষ্ঠানে গিয়ে বেশ কিছু টাকাও পায়। তাকে বলা হয় এভাবে নাচ করলে সে সামনের দিনে আরও টাকা রোজগার করতে পারবে।
ওই যুবক পুলিশকে জানিয়েছে, ১৩ বছর থেকে তাকে বিভিন্ন নেশার দ্রব্য দেওয়া হত। এরপর তাকে অস্ত্রোপচার করিয়ে তার লিঙ্গ পরিবর্তন করা হয়। তাকে হরমোনাল ওষুধও দেওয়া হত। এরপর ধীরে ধীরে সে মেয়ে হয়ে ওঠে। অভিযুক্ত ও তার বন্ধুরা তাকে নিয়মিত ধর্ষণ করত।
এমনকি টাকার নিয়ে কাস্টমারদের দিয়েও তাকে ধর্ষণ করানো হয়। বিভিন্ন ট্রাফিক সিগন্যালে তাকে বৃহন্নলা সাজিয়ে ভিক্ষাবৃত্তিও করানো হত। ওই যুবককে দিয়ে দিনের পর দিন এই কাজ করানোর সঙ্গে করা হত ব্ল্যাকমেল তাকে মেরে ফেলা হবে এবং পরিবারের ক্ষতি করা হবে এই ভয় দেখানো হত।
এরপর ২০২০-তে লকডাউনের কোনওভাবে ওই ডেরা থেকে পালিয়ে বাড়িতে নিজের মায়ের কাছে চলে আসে ওই যুবক। তারপর সে একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে। তারা দিল্লির মহিলা কমিশনকে জানায়। অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো অ্যাক্টের আইপিসি’র ৩৭৭, ৩৬৩, ৩২৬, ৫০৬, ৩৪১ ধারা প্রয়োগ করা হয়েছে৷