অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। নবম বৈঠকেও মিলল না রফাসূত্র। কৃষি আইন নিয়ে কেন্দ্র-কৃষক নবম দফার আলোচনাও শুক্রবার শেষ হল নিষ্ফলা ভাবে।
এদিন দিল্লির বিজ্ঞান ভবনে আন্দোলনরত কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্র। আলোচনায় উঠে আসে কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের বিষয়টি এবং নূন্যতম সহায়ক মূল্যের কথা।
সূত্রের খবর, আগের বৈঠকগুলির মতো এদিনের বৈঠকেও আইন প্রত্যাহারের দাবিতে অনড় ছিলেন কৃষকরা। কিন্তু তাঁদের দাবি মানতে চায়নি সরকার। ফলে মেলেনি রফাসূত্র। আগামী ১৯ জানুয়ারি ফের বৈঠক হবে দুপক্ষের মধ্যে।
উল্লেখ্য, কৃষি আইন বাতিলের দাবি মতে গত ২৬ নভেম্বর থেকেই দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা। ইতিমধ্যেই, গোটা বিষয়ে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আপাতত এই আইন স্থগিত রাখতে।
কৃষকদের সঙ্গে আলোচনার জন্য চার সদস্যের কিমিটিও গড়ে দিয়েছে আদালত। কিন্তু কৃষকরা জানিয়েছেন, আদালতের তৈরি এই কমিটি সদস্যরা প্রত্যেকেই নরেন্দ্র মোদি সরকারের এই আইনের পক্ষে অতীতে সওয়াল করেছেন।
তাই তারা এই সদস্যদের সঙ্গে কথা বলবেন না, কেন্দ্রের সঙ্গেই আলোচনা চালাবেন। ইতিমধ্যেই শীর্ষ আদালতের তৈরি এই কমিটি থেকে পদত্যাগ করেছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা ভূপিন্দর সিং মান।