অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। কেডি সিংহের গ্রেফতারির পর নারদাকাণ্ডেও তাঁর ভূমিকা উঠে এল গোয়েন্দাদের নজরে। এবার ইডি ফের খতিয়ে দেখতে চায় নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলের বয়ান। চলতি সপ্তাহেই কেডি সিংহকে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে।
এখন ইডি হেফাজতে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ। এবার দিল্লির ইডি অফিস থেকে কলকাতার ইডি ও সিবিআই দফতরে কিছু তথ্য চাওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে কেডি সিংহকে নিয়ে ম্যাথু স্যামুয়েলের রেকর্ড করা বয়ানও।
নিজের বয়ানে ম্যাথু জানিয়েছিলেন নারদ স্টিং অপারেশনের সময় কেডি সিংহের কোম্পানি অ্যালকেমিস্ট তাকে প্রায় ৫০ লক্ষ টাকা দিয়েছিল। ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে নারদা স্টিং অপারেশন নিয়ে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে।
তবে বিজেপির লাগাতার প্রচার সত্ত্বেও সেবার তৃণমূলের ভোটব্যাঙ্কে ভাঙন ধরানো যায়নি। পরে কেডি সিংহকে সাংসদ করার জন্য আক্ষেপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবছরের বিধানসভা ভোটের আগে ফের কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতায় কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে। তবে কী এবার কেডি সিংহকে সামনে রেখে নারদকাণ্ডে ফের নেতাদের তলবের পালা শুরু হতে চলেছে?