অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। মাঝে মধ্যেই অনুরাগীদের চমক দিতে ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের চটকদার ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। তবে এবার তিনি বেশ কিছুটা হটকে।
বলা যায় একেবারে নয়া অবতারে জ্যাকলিন। ইনস্টাগ্রামে ব্যালেরিনা ডান্স স্টাইলে বেশকিছু ছবি পোস্ট করেছেন ‘শ্রীলঙ্কান সুন্দরী’কে। যা দেখে অনুরাগীরা একপ্রকার অভিভূত। কী বলছেন ভক্তদের উদ্দ্যেশে নায়িকা?
না এত সহজ নয় ব্যাপারটা। রহস্য রেখে অভিনেত্রী লিখেছেন, “শীঘ্রই আসছি আপনার কাছে”। এমনিতেই নায়িকা নিজের ফিটনেস নিয়ে ভীষণ সচেতন। মাঝে মধ্যে তাঁর যোগ-ব্যায়ামের ঝলক দেখা যায় ইনস্টাগ্রামে।
খুব শীঘ্রই ‘সি রক্স লাইফ’ বলে একটি অনুষ্ঠানে দেখা যাবে জ্যাকলিনকে। তারই টিজার হিসাবে মঙ্গলবার এই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
শুধু অনুরাগীরাই নয়, শিল্পা শেঠি থেকে ইয়ামি গৌতম সহ অনেক তারকাও জ্যাকলিনের এই পোস্টে কমেন্ট করেছেন। ব্যালেরিনা ডান্স স্টাইলে জ্যাকলিন ফার্নান্ডেজ -এর এই ছবিগুলি দেখা পর অনুরাগী তাঁকে নতুন ভূমিকায় দেখা জন্য দিন গুনছেন।