কৃষি আইন নিয়ে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন, মিলছে ইঙ্গিত

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। কোভিড কালের কেন্দ্রীয় বাজেটে কী থাকবে? আপাতত সেই দিকে তাকিয়ে গোটা দেশ। ২৯ জানুয়ারি সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, তারপর ১ ফেব্রুয়ারি পেশ হবে বাজেট।

কোভিড-কালে বড়সড় ধাক্কা খেয়েছে অর্থনীতি। লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। আর্থিক বৃদ্ধির হারে লাগাম টেনে ধরে মহামারী। সেখান থেকে ফের অর্থনীতিকে ছন্দে ফেরানোই এখন কেন্দ্রের কাছে চ্যালেঞ্জ।

অন্যদিকে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে কাজে লাগাতে এই অধিবেশনকে ব্যবহার করতে চাইবে বিরোধীরা। নতুন তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৈরি বিরোধীরা। সেই সঙ্গে কোভিড ব্যবস্থাপনা এবং অর্থনীতি নিয়েও বিতর্কের দাবি জানাবেন তাঁরা।

১৫ ফেব্রুয়ারি সংসদের উভয় কক্ষেই অধিবেশন মুলতুবি থাকবে। ফের ৮ মার্চ চালু হবে পরবর্তী পর্ব। সেই দ্বিতীয় পর্ব শেষ হবে ৮ এপ্রিল। সংসদীয় অধিবেশনে দেখা যাবে সামাজিক দূরত্ব, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞার মত স্বাস্থ্য নিরাপত্তাজনিত প্রক্রিয়া। ২৯ জানুয়ারি সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

কোভিড অতিমারী ভারতে থাবা বসানোর পর, এটিই হতে চলেছে রাষ্ট্রপতির প্রথম ভাষণ। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার কারণে বেশ কয়েকজন সাংসদকে তাঁদের লোকসভা ও রাজ্যসভার চেম্বারে বসেই রাষ্ট্রপতির ভাষণ শুনতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?