অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। বাংলায় ভোটের রণকৌশল ঠিক করতে আজ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতত্বের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের নেতারা। অমিত শাহের বঙ্গ সফরও আলোচনা করা হবে বৈঠকে। আজ, শুক্রবার দুপুর তিনটের সময় বসবে ওই বৈঠক।
রাাংলায় জ্য বিজেপির সঙ্গে জড়িত পদাধিকারীদের ওই বৈঠকে থাকার সম্ভাবনা। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও। বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, দলের দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়-সহ অন্যান্য নেতারা।
সূত্রের খবর, কয়লা ও গরু পাচার কাণ্ডে যেভাবে তৃণমূলকে জড়িয়ে আক্রমণে নেমেছে বিজেপি। তা আরও কীভাবে তীক্ষ্ণ করা যায়, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি বুথস্তর পর্যন্ত দলের সংগঠন মজবুত কতখানি হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন রাজ্যের নেতারা।
এই বৈঠক নিয়ে শুক্রবার সকালে দিলীপ ঘোষ বলেন, অগ্রগতি খতিয়ে দেখতে মাঝে মাঝেই আমাদের এরকম বৈঠক হয়। সেখানে নতুন কর্মসূচি নিয়েও সিদ্ধান্ত হতে পারে। যদিও তৃণমূল এই বৈঠকে গুরুত্ব দিতে আদৌ রাজি নয়। তারা বলছে, বাংলায় ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। কাজেই কোন নেতার বিরুদ্ধে বিজেপি কী অভিযোগ আনছে, তার কোনও প্রভাব ভোটে পড়বে না।
ফেব্রুয়ারির মাঝামাঝি জারি হতে পারে ভোটের বিজ্ঞপ্তি। জানুয়ারিতেই আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে এপ্রিলের মধ্যেই ভোটপর্ব শেষ করার চেষ্টা করা হবে। ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈনের বঙ্গ সফরের শেষ দিনে এমনই সম্ভাবনার কথা উঠে এসেছে।
আজ শুক্রবারই প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। তবে এরপরেও ভোটে নাম তোলা বা সংশোধনীর কাজ চলবে। এই মুহূর্তে রাজ্যের মোট নির্বাচনী বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩টি।