ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতাল

অনলাইন ডেস্ক, ১৫ জানুয়ারি।। নতুন বছরের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর শুক্রবার সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। প্রবল আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ইন্দোনেশিয়ার মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এপিসেন্টার। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের মাত্রা ছুঁয়েছে ৬.২ ম্যাগনিটিউড। তবে বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড। এ দিন রাতের ভূমিকম্পের তীব্রতায় ভেঙে পড়েছে গোটা হাসপাতাল।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার কাজ শুরু হলে, এখনও প্রায় ১২ জনের বেশী রোগী এবং হাসপাতাল কর্মী আটকে রয়েছেন ধ্বংসস্তূপের তলায়। মৃত্যু হয়েছে ৩ রোগীর। তবে ঠিক কতজন সেখানে আটকে রয়েছেন, তার সঠিক হিসেব নেই কর্তৃপক্ষের কাছে।

এ দিন সকালের ভূমিকম্পেও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৭ জন। প্রায় ৭০০ মানুষ গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বহু বড় বাড়ি এবং উঁচু নির্মাণে বড় বড় ফাটল দেখা গিয়েছে। যে কোনও সময় ভেঙে পরার আশঙ্কা রয়েছে। তবে সুনামির আশঙ্কা এখনই নেই, জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাতের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার জের বেশী মাত্রার এই কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুলাওয়েসি আইল্যান্ড যাওয়ার জন্য যতগুলি রাস্তা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ব্রিজ ভেঙে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। এ দিন ভূমিকম্পের জেরে তিনটি জায়গা থেকে ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?