স্টাফ রিপোর্টার, উদয়পুর,১৩ই জানুয়ারি।। বিগত কয়েক দিন ধরে খিলপাড়া,মাতাবাড়ি ও দক্ষিণ চন্দ্রপুর এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে । গত দুই দিনে মাতাবাড়ি ও দক্ষিণ চন্দ্রপুর এলাকা থেকে ১৩টি গরু চুরি হয়। এরই মধ্যে আজ দুপুর বেলায় দুটি বোলেরো কেরিং অটোতে করে দশটি গরু করবুক থেকে ফাঁড়ি পথে মাতাবাড়ি চত্বরে পৌঁছানো মাত্র এলাকাবাসির সন্দেহ দানা বাঁধতে থাকে ।
সন্দেহের কারন হচ্ছে একটি বোলেরো গাড়ির গরু গুলি পলিথিন দিয়ে মোড়ানো ছিলো – তা দেখে এলাকা বাসির সন্দেহ আরো বেড়ে যায় । এলাকা বাসির গাড়ি দুটিকে মাতাবাড়ি পুরাতন স্কুল মাঠে নিয়ে গাড়ির চালক ও আরোহীদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে এবং তাদের কথায় অসংলগ্নতা পরিলক্ষিত হওয়ায় প্রথমে আরোহীদের উত্তম-মধ্যম দিয়ে হাসপাতালে পাঠায়।
গাড়ির চালকগনকে মাতাবাড়ি পঞ্চায়েত সংলগ্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আটক করে রাখে ।খবর দেওয়া হয় আর কে পুর থানায়। পুলিশ আসার ফাঁকেই একদল উত্তেজিত জনতা গাড়ি দুটিতে আগুন লাগিয়ে দেয় । কিছুক্ষণের মধ্যেই এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় । পরবর্তীতে পুলিশ ভ্যানে করে গাড়ির চালক দুজনকেই আর কে পুর থানায় নিয়ে যায় ।
বিশাল পুলিশ বাহিনী এলাকা কর্ডন করে রেখে গরু গুলি থানায় নিয়ে যায় । এই খবর পেয়ে উদয়পুরের সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে এক শ্রেনীর উত্তেজিত জনতা স্থানীয় একটি বৈদ্যুতিক চ্যানেলের সাংবাদিকের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে ।
এই ঘটনায় সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন । উত্তেজিত জনতার এই ধরনের বেআইনি কাজকে বুদ্ধিজীবি মহল ভালো চোখে নেননি । ঘন ঘন গরু চুরির ঘটনায় উদয়পুর পুরে গৃহস্থদের বিশেষ করে গরুর মালিকদের মধ্যে চিন্তা ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন ।