বিবিসি জানায়, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রে প্রদেশে সংঘাত রুখতে তাকে হত্যা করা হয়। মেসফিন তাইগ্রের স্বাধীনতাকামী সংগঠন টিপিএলফের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বলে দাবি করে সেনাবাহিনী।
আফ্রিকার দেশটিতে ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মেসফিন। তার সঙ্গে টিপিএলএফের আরও তিন শীর্ষস্থানীয় নেতাকে হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী জানায়।
প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের সঙ্গে আগ থেকেই বিরোধ চলছিল তাইগ্রে নেতাদের। গত নভেম্বরে সেখানে সেনাবাহিনী অভিযানে নামে, ফলে এ বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায়।
সংঘাত পরিস্থিতি নিয়ন্ত্রণে মেসফিনসহ কয়েকজন তাইগ্রে নেতাকে গ্রেপ্তার নির্দেশ দেয় সরকার। এমনকি তাদের গ্রেপ্তারের জন্য আড়াই লাখ ডলারের বেশি অর্থ পুরস্কার ঘোষণাও করা হয়।
সেনাবাহিনী জানায়, তাইগ্রে নেতাদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল, কিন্তু তারা রাজি হননি। সর্বশেষ অভিযানে কয়েক ডজন টিপিএলফ সদস্য নিহত ও গ্রেপ্তার হয়েছে বলে আরও জানানো হয়।