রাজধানীর লঙ্কামুরা এলাকায় সংবাদ প্রতিনিধিদের ক্যামেরায় ফুটে উঠল বুড়ির ঘর বানানোর চিত্র। ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে গ্রামের কচি কাঁচারা। পূর্ব পুরুষদের তৈরি করা সংস্কৃতিকে আঁকড়ে রেখে এখনো বুড়ির ঘরের আমেজ গ্রাম-বাংলায় চোখে পড়লেও শহুরে সাংস্কৃতিক দাপটে তা ক্রমেই হারিয়ে যেতে বসেছে। কচিকাঁচারা জানায় সংক্রান্তির আগেরদিন বুড়ির ঘরে পিকনিক করা হবে। এবং সংক্রান্তির দিন সকালে তা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে।