স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি।। সদর মহকুমার লঙ্কামুড়ার কপালি পাড়ায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌষ পার্বণ ২০২১৷ উত্তর-পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র এবং তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সমাপ্তি হবে আগামী ১৬ জানুয়ারি৷ আজ বিকালে উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়৷ উদ্বোধকের ভাষণে শ্রীরায় বলেন, সংস্কৃতি আমাদের দেশের মূল স্তম্ভ৷
আর সংস্কৃতিই ভারতবর্ষের বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে৷ তিনি বলেন, ভারতের জনগণের ভাষা, পোষাক, খাদ্য আলাদা হলেও এই পৌষ পার্বণ দেশের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা নামে উদযাপিত হয়৷ তিনি আরও বলেন, এই সংস্কৃতির হাত ধরেই লঙ্কামুড়ার কপালি পাড়া আজ আলপনা গ্রাম নামে পরিচিতি লাভ করেছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগীত গুরু সুুবল বিশ্বাস৷ সভাপতিত্ব করেন পৌষ পার্বণ মেলা কমিটির চেয়ারম্যান মুকুল রায়৷ মেলায় স্থানীয় জনগণ পিঠাপুলি, স্থানীয় উৎপাদিত নানা সামগ্রীর পসরা নিয়ে বসেছেন৷