অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। মঙ্গলবার বিতর্কিত তিন কৃষি আইন খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই কমিটি থেকে পদত্যাগ করলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি ভূপিন্দর সিং মান। পদত্যাগ করার পর ভূপিন্দর বলেন, কৃষকদের স্বার্থের সঙ্গে তিনি কখনওই আপোষ করতে পারবেন না।
১৫ জানুয়ারি অর্থাৎ শুক্রবার কৃষকদের সঙ্গে নবম দফার বৈঠকে বসতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। ঠিক তার আগের দিন ভূপিন্দরের এই পদত্যাগ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কমিটির ব্যাপারে সুপ্রিম কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ কমিটিতে নতুন কাউকে নিয়োগ করা হবে কিনা বা কমিটি কিভাবে কাজ করবে তা ঠিক করবে শীর্ষ আদালত।
ভূপিন্দর বৃহস্পতিবার বলেন, তিনি নিজেও একজন কৃষক। একই সঙ্গে কৃষক ইউনিয়নের নেতা। কৃষকদের চিন্তা-ভাবনা, সুখ-দুঃখের কথা তিনি ভালই বোঝেন। তাই কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখেই তিনি আদালত নিযুক্ত ওই কমিটি থেকে সরে আসছেন। পঞ্জাব ও দেশের স্বার্থের কোন ক্ষতি হয় এমন কাজ তিনি কখনওই করবেন না।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মোদি সরকারের তিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করলেও কৃষকরা আন্দোলনস্থল ছেড়ে যায়নি। বরং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির ব্যানারে ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের প্রস্তুতি চলছে পুরোদমে। আদালত ট্রাক্টর মিছিলের ব্যাপারে কৃষকদের নোটিস দিলেও সেই নোটিসকে কার্যত উপেক্ষা করেই চলছে মিছিলের প্রস্তুতি।