স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ জানুয়ারি।। বুধবার দিন দুপুরে আবারো এক মহিলার গলা থেকে হার ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনা বিশালগড় থানাধীন সুবল সাহা চৌমুহনীতে। ঘটনার বিবরণে জানা যায় এদিন দুপুরে উত্তর ব্রজপুর এলাকার বাসিন্দা পরিমল দেবনাথ তার মেয়ে ও নাতিকে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন ।
সুবল সাহা চৌমুহনিতে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে একটি বাইকে করে দুই দুষ্কৃতী পরিমল দেবনাথের পেছনে বসা মেয়ের গলা থেকে হার ছিনতাই করে পালিয়ে যায়। দুস্কৃতীদের সঙ্গে টানা হেঁচড়ায় বাইক থেকে শিশুকে নিয়ে মহিলা মাটিতে লুটিয়ে পড়ে যায়। আহত হয় মা ও শিশু। পরবর্তী সময়ে পরিমল দেবনাথ বিশালগড় থানায় মামলা লিপিবদ্ধ করে।