গনঅবস্থান চলাকালিন সময় চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা দান সংগ্রহ করা সহ ইতিমধ্যে একাধিক কর্মসূচী পালন করেছে। অভিযোগ গনঅবস্থানের ৩৮তম দিনেও সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি গনঅবস্থানরত শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেনি গনঅবস্থানস্থলে এসে। জয়েন্ট মোভমেন্ট কমিটির সদস্যদের বক্তব্য যতক্ষন না পর্যন্ত তাদের চাকুরির স্থায়ী সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা গনঅবস্থান অব্যাহত রাখবে। তাদের একটাই দাবি তাদের চাকুরি ফিরিয়ে দেওয়া হোক।