রাজ্যে ১৬ জানুয়ারি থেকে প্রথম পর্যায়ের কোভিড-১৯ টিকাকরণ শুরু করা হবে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি।। রাজ্যে ১৬ জানুয়ারি থেকে প্রথম পর্যায়ের কোভিড-১৯ টিকাকরণ শুরু করা হবে৷ এজন্য রাজ্যের ১৭টি সেশন সাইটে কোভিড-১৯ টিকাকরণের উদ্বোধন করার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এছাড়াও আগরতলা টাউনহলকে কোভিড-১৯ টিকাকরণ উদ্বোধনের জন্য বিশেষ সাইট হিসেবে চিহ্ণিত করে রাখা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখান থেকেই ১৭টি সেশন সাইটে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করবেন৷ আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন৷

তিনি আরও জানান, গত ১৩ জানুয়ারি মোট ৫৬,৫০০ ডোজ টিকা রাজ্যে এসে পৌঁছেছে৷ ইতিমধ্যেই ৫৫,৮২০ ডোজ টিকা জেলাগুলিতে পাঠানো হয়েছে৷ রাজ্যে প্রথম পর্যায়ে টিকাকরণের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে৷

এরজন্য ৪৫ হাজার ৪৩২ জন স্বাস্থ্যকর্মীর নাম চিহ্ণিত করা হয়েছে৷ এদের মধ্য থেকে ৫৫ শতাংশ স্বাস্থ্যকর্মীকে প্রথমে টিকা প্রদান করা হবে৷ পরের ধাপে টিকা আসলে বাকী ৪৫ শতাংশ স্বাস্থ্যকর্মীদের টিকাকরণ করা হবে৷

এছাড়াও দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ করা হবে আরক্ষাকর্মী, পুর কর্মচারি, রাজস্ব দপ্তরের কর্মী এবং প্রাক’তিক দুর্যোগ মোকাবিলার সঙ্গে জড়িত কর্মীদের৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?