স্কুলের ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ প্রদান করল বিএসএফ

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া,১৪ জানুয়ারি।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ির সীমান্তবর্তী তিনটি স্কুলের ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চ প্রদান করল বিএসএফ। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের হাতে বেঞ্চগুলি তুলে দেয় বিএসএফ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক গন। সিভিক একশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে বিএসএফের পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য এই বেঞ্চ প্রদান করা হয়। উল্লেখ্য সীমান্তবর্তী এলাকার স্কুল গুলিতে ছাত্র-ছাত্রীদের বসার জন্য বেঞ্চের অভাব রয়েছে।

এসব বিষয়ে বিএসএফের কর্মকর্তাদের নজরে আসে।সে কারণেই বিএসএফের পক্ষ থেকে সিভিক একশন প্রোগ্রামের অঙ্গ হিসেবে ছাত্র-ছাত্রীদের বেঞ্চ এর ব্যবস্থা করা হয়। স্কুলে গিয়ে বসার জায়গা না পাওয়ায় দীর্ঘদিন ধরেই ছাত্র-ছাত্রীরা মারাত্বক অসুবিধার সম্মুখীন হয়েছিল। বিএসএফের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক মহল দারুণ খুশি। বিএসএফের আধিকারিকরা জানিয়েছেন ভবিষ্যতেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?