এই মুহূর্তে দেশে করোনার টিকা এসে গিয়েছে। আর একদিন পরেই টিকাকরণ শুরু হবে। ফলে এবার টিকাকরণ সংক্রান্ত তথ্যই নতুন করোনা কলার টিউনে শোনা যাবে।
জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ ১৫ জানুয়ারি থেকেই আর অমিতাভ বচ্চনের গলা কলার টিউনে শোনা যাবে না। বিগ-বির মতো ব্যক্তি মানুষকে কোনও পরামর্শ দিলে মানুষ অনেক বেশি করে সেটা মেনে চলবে এমনটাই মনে করেছিল সরকার। সে কারণেই বিগ-বিকে দিয়ে মানুষকে করনা সম্পর্কে সতর্ক করা হত।
লকডাউন পর্ব তো বটেই লকডাউন উঠে যাওয়ার পরেও ২০২১-এও যথারীতি বহাল ছিল বিগ বি-র গলায় সতর্কীকরণ। শেষ পর্যন্ত এবার সেই কলার টিউন বদল করতে চলেছে সরকার। বিগ-বির বদলে এবার কলার টিউনে কার কন্ঠ শোনা যাবে? এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে এখনও কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর এবার কলার টিউনে শোনা যাবে নারী কণ্ঠ।
১৬ জানুয়ারি গোটা দেশে টিকাকরণ শুরু হবে। সবার প্রথমে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং যারা একদম সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন তাদের টিকা দেওয়া হবে। যদিও এই টিকা নেওয়া বাধ্যতামূলক নয়।
এদের টিকা দেওয়ার পর্ব মিটে গেলে সর্ব সাধারণের জন্য টিকাদান শুরু হবে। তবে কবে থেকে আমজনতাকে টিকা দেওয়া হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। সরকার তাই এবার করোনা কলার টিউনে টিকা সংক্রান্ত তথ্য মানুষের কাছে পৌছে দিতে চাইছে।