স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ১৩ জানুয়ারি।। ত্রিপুরা রাজ্যের সবগুলো জেলা সদরের আওতায় পুরসভা, নগর পঞ্চায়েত গুলোর সামগ্রিক উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলাপমেন্ট ব্যাংক থেকে ১৫০ কোটি থেকে ১৬০ কোটি টাকা করে দেওয়া হচ্ছে। তারই রূপরেখা স্থির করতে আজ আরবান ডেভেলপমেন্ট এর সেক্রেটারি কিরন গিত্তের পৌরহিত্যে ডি এম,এস ডি এম সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী দিনে ধর্মনগরকে অত্যাধুনিক শহর নির্মাণের লক্ষ্যে তথা পানীয় জল সহ আরো অন্যান্য বিভিন্ন বিষয়ের সুযোগ সুবিধার লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ত্রিপুরা রাজ্যকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এই ফাইন্যান্সের মূল উদ্যোগ আমাদের রাজ্যের ডায়নামিক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের ব্যক্তিগত উদ্যোগের ফলেই এই কাজ সফলতার দিকে এগুচ্ছে।