শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী কিছুদিনের মধ্যেই আরও ১৮ জন অস্নাতক এবং ১১ জন স্নাতক শিক্ষকদের পোস্টিং প্রদান করা হবে৷ তারা আগেই অফার পেয়েছিল৷ তিনি জানান, রাজ্যে বসবাসকারী ছেলেমেয়ে যারা সেন্ট্রাল টেট পরীক্ষায় কোয়ালিফাই করেছে তাদের নিয়োগের জন্যও শিক্ষাদপ্তর উদ্যোগ নিয়েছে৷ তাছাড়াও টেট পরীক্ষায় পাশ করে যারা বয়সোর্ত্তীর্ণ হয়ে গেছে তাদের নিয়োগের জন্যও শিক্ষাদপ্তর চিন্তাভাবনা করছে৷ এক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার বিষয়ে শিক্ষাদপ্তর বিবেচনা করছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, আগামী ১৮ জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস চালু হবে৷ তিনি জানান, ইতিমধ্যেই গত ৭ ডিসেম্বর থেকে রাজ্যে নবম থেকে একাদশ শ্রেনীর এবং মহাবিদ্যালয়গুলিতে ক্লাস চালু করা হয়েছিল৷ ২৮ ডিসেম্বর থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস চালু করা হয়েছিল৷