অতিরিক্ত সেলফিপ্রীতি প্রেমের সম্পর্কে ফাটল ধরাচ্ছে না তো?

অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। স্মার্টফোনের যুগে ছবি তোলাই এখন ট্র্যান্ড, সেইসঙ্গে আছে সেলফি। সারাক্ষণই হাতে যখন ফোন, যে কোনো মুহুর্তে সেলফিও বাদ যায় না। তবে সেলফিপ্রীতি অতিরিক্ত হলে ঝামেলাও আছে। এমনকী আপনাদের প্রেমের সম্পর্কও প্রভাবিত হতে পারে এ থেকে!

লাইফস্টাইল সাইট ফেমিনা জানায়, কয়েক বছর আগে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণা দেখা যায়, যারা খুব ঘন ঘন সোশ্যাল মিডিয়ায় সেলফি পোস্ট করেন, সঙ্গীর সঙ্গে তারা নানা ঝামেলায় জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া সেলফিতে রিয়েকশন আর কমেন্ট নিয়েও ঈর্ষায় ভোগেন অনেকে। সেলফির প্রতি অতিরিক্ত আকর্ষণ সম্পর্কটার ভিতকেও নড়বড়ে করে দিতে পারে। এখন কীভাবে বুঝবেন অতিরিক্ত সেলফি-প্রীতি আপনাদের সম্পর্কে ফাটল ধরাচ্ছে।

সোশ্যাল মিডিয়া স্টকিং- সম্পর্কের ভিত নড়বড়ে হওয়ার এই শুরু! যখনই কোনও একজন প্রেমিক বা প্রেমিকা উপুড় হয়ে অন্যজনের সেলফির নিচে কে কী কমেন্ট করেছে খুঁজতে শুরু করবেন, ওখানেই সমস্যার শুরু! তা ছাড়া একজন সঙ্গী নিজের খুব আকর্ষণীয় কোনো ঝকঝকে ছবি পোস্ট করতে শুরু করলে অন্যজন ঈর্ষান্বিত হতেই পারে। তা থেকে পরে বড়ো সমস্যা দেখা দেওয়া মোটেই অসম্ভব নয়!

সঙ্গীর প্রতি অমনোযোগী হয়ে পড়া- ধরা যাক আপনি আর আপনার প্রেমিক বা প্রেমিকা একসঙ্গে কোথাও বেড়াতে গেছেন! সেখানে পুরো সময়টা যদি আপনি বা আপনার সঙ্গী শুধু সেলফি তুলতেই ব্যস্ত থাকেন, তা হলে পরস্পরের প্রতি মনোযোগটা দেবেন কখন? সেলফির কারণে রোমান্সে ঘাটতি পড়তেই পারে এবং তা থেকে একসময় সম্পর্ক ভেঙে যাওয়াটাও অস্বাভাবিক নয়!

নিজের প্রতি অধিক মনোযোগ- সারাক্ষণ নিজেই নিজের প্রতি মোহগ্রস্ত হয়ে থাকা অর্থাৎ নার্সিসিজমে ভোগাও কিন্তু সেলফিতে ডুবে থাকার কারণ। কেউ যদি সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন, তা হলে সম্পর্কে দেওয়ার মতো ইচ্ছে বা সময় কোনওটাই তার থাকবে না। এর সঙ্গে যদি নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাসে ঘাটতি থাকে, তা হলে সমস্যার শিকড় রয়েছে আরও গভীরে। সব মিলিয়ে প্রেমের সম্পর্ক মসৃণভাবে না চলারই কথা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?