অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। মধ্যবয়স্ক এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে দাঁড়িয়ে নিজের স্কুটার পরিষ্কার করছিলেন। এ সময় অপর দুই যুবক ওই ব্যক্তিকে সকলের সামনেই গুলি করে খুন করল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে। ঘটনাটি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যা দেখে চমকে উঠেছেন মানুষ। প্রশ্ন উঠেছে রাজধানী দিল্লির নিরাপত্তা নিয়ে।
সিসিটিভির ফুটেজ অভিযুক্ত দুই যুবককে স্পষ্ট দেখা গেলেও এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম রইস আনসারি। উত্তর দিল্লির জাদরাবাদের বাসিন্দা তিনি।
ওই ব্যক্তির একটি দোকান আছে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, বুধবার বিকেলে আনসারি তাঁর বাড়ির বাইরে রাখা স্কুটারটি মুছছিলেন। সে সময় দুই যুবক তাঁর কাছে আসে। দুই যুবকের মুখেই ছিল মাস্ক।
ওই সময় একটি ছোট ছেলে আনসারের বাড়ির সামনে সাইকেল চালাচ্ছিল। আগন্তুক দুই তরুণ আনসারির সঙ্গে কিছুক্ষণ কথা বলে। এরপর আচমকাই এক যুবক পকেট থেকে পিস্তল বার করে আনসারির মাথা লক্ষ্য করে গুলি চালায়। সম্বিত ফিরতেই আনসারি পালানোর চেষ্টা করেন। ওই দুই যুবক আনসারিকে তাড়া করে। এরপরই অবশ্য সিসিটিভির ফুটেজ থেকে তারা বেরিয়ে যায়।
গুলির আওয়াজ পেয়ে বেরিয়ে আসে আনসারির বাড়ির লোকজন। সঙ্গে সঙ্গেই আনসারিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গযাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুনের ঘটনা। তবে অভিযুক্তদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।