অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার তেজস্বী টুইট করেন, প্রতিদিন এক-দেড়শো মৃতদেহ না গুনলে নাকি ঘুমোতে পারেন না রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নীতীশকে এদিন জঙ্গলরাজের মহারাজা বলেও তিনি কটাক্ষ করেন।
সম্প্রতি বিহারে বেশকিছু খুন-জখম ধর্ষণের ঘটনা সামনে এসেছে। তেজস্বী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলতে গিয়েই নীতিশের বিরুদ্ধে এই মন্তব্য করেছেন। বিরোধী দলনেতা তেজস্বী এদিন টুইট করেন, বিহারের জোট সরকারে কেউই নিরাপদ নয়। বিধায়ক ও তার আত্মীয়দের উপর প্রকাশ্যেই গুলি চলছে।
মুখ্যমন্ত্রী ও দু’জন উপমুখ্যমন্ত্রী যদি প্রতিদিন এক-দেড়শো মৃতদেহ গুনতে না পারেন তাহলে তাঁদের ঘুম হয় না। এই যেখানে পরিস্থিতি সেখানে জঙ্গলরাজের মহারাজের মুখে একটি শব্দও নেই কেন?
নিজের টুইটের সঙ্গে তেজস্বী তাঁর অভিযোগের প্রমাণ হিসেবে একটি খবরের লিংক জুড়ে দেন। যে খবরের শিরোনাম ছিল আরজেডি বিধায়কের জামাইকে গুলি।
তেজস্বী আরও একটি টুইট করে বলেন, নীতীশ কুমার ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁর ইচ্ছা শক্তি কমে গিয়েছে। কমেছে মানবিকতা ও সংবেদনশীলতা। কিন্তু সবকিছু কমলেও কমেনি ক্ষমতার লোভ।
উল্লেখ্য রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ চাপে পড়েছেন নীতীশ কুমার। দু’দিন আগে বিমান সংস্থা ইন্ডিগোর ম্যানেজার রূপেশ সিং মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আততায়ীর গুলিতে খুন হন।
এ ঘটনার পর থেকেই নীতীশের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। এমনকি, সরকারের বড় শরিক বিজেপিও নীতীশকে কটাক্ষ করেছে।