যার প্রেক্ষিতে এদিন মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নরেন্দ্র মোদি সরকারের এই প্রবীণ মন্ত্রী বৃহস্পতিবার বলেন, আশা করি কৃষকরা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল করে দেবেন না।
বেশ কিছুদিন আগেই কৃষকরা ঘোষণা করেছেন, মোদি সরকারের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ জানুয়ারি তাঁরা দিল্লিতে ট্রাক্টর মিছিল করবেন।
এই ট্রাক্টর মিছিল নিয়ে যথেষ্টই চিন্তিত কেন্দ্র। এমনকি, এই মিছিল বন্ধ করতে কেন্দ্রের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে কৃষকদের নোটিস দিলেও তারা মিছিল করার ব্যাপারে অনড়।
তবে এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, আমি আশা করছি ওই দিন কৃষকরা এমন কোনও কাজ করবেন না যাতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটে। কৃষকদের উপর আমার ভরসা ও বিশ্বাস আছে।
প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, কৃষকদের সঙ্গে এখনও পর্যন্ত সরকার আটবার আলোচনায় বসেছে। কৃষকদেরও মনে রাখতে হবে, তাঁদের ভালর জন্যই এই আইন তৈরি হয়েছে। এই আইন কৃষকদের উপকারে লাগবে বলেই আমি মনে করি।
তবে এই আইন নিয়ে যেটুকু ভুল বোঝাবুঝি রয়েছে সেটা শীর্ষ আদালত নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করলেই মিটে যাবে। কৃষকরা অযথাই নিজেদের কাজের ক্ষতি করে এভাবে দিল্লিতে আটকে রয়েছেন। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার প্রস্তুতি চালাচ্ছে কেন্দ্র।