সম্প্রতি তিনি শোনেন পোঙ্গল উৎসব উপলক্ষে রাজ্য সরকার রেশন দোকান থেকে বিভিন্ন উপহার সামগ্রী দিচ্ছে। যার মধ্যে রয়েছে নগদ আড়াই হাজার টাকা এবং নতুন বস্ত্র।
টাকা ও বস্ত্র পাওয়ার আশায় ওই বৃদ্ধা রেশন দোকানের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অসক্ত শরীরে রাস্তাতেই হোঁচট খেয়ে পড়ে যান তিনি। আর উঠে দাঁড়াতে পারেননি শুভলক্ষী। রাস্তার ধারে একটি বটগাছের তলায় ঘুমিয়ে পড়েন এই বৃদ্ধা।
ওই বটগাছের কাছেই নীতিন ও নীতীশ নামে দুই জমজ ভাই খেলা করছিল। সেখানেই তাদের বাড়ি। নীতীশ ও নীতিনের বয়স নয় বছর। ওই দুই খুদে বৃদ্ধাকে জাগিয়ে তোলে। এরপর বৃদ্ধার কাছ থেকে সবকিছু শুনে তারা তাকে সাহায্য করতে এগিয়ে আসে।
বাড়িতে চাষের কাজে ব্যবহৃত হাতেটানা একটি গাড়ির উপর তারা ওই বৃদ্ধাকে শুইয়ে নিয়ে রেশন দোকান পর্যন্ত নিয়ে যায়। দেখা গিয়েছে এক ভাই ভ্যানগাড়ি টানছে এবং অন্য ভাই পিছন থেকে ভ্যানগাড়িটি ঠেলছে।
এরপর ওই বৃদ্ধা রেশন থেকে বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পর ফের ওই দুই ভাই তাকে গাড়িতে চাপিয়েই বাড়িতে পৌঁছে দেয়। দুই যমজ ভাইয়ের এই কাজের বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় গ্রামবাসীরা তো বটেই বিভিন্ন মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।