অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। বয়স মেরেকেটে বছর দুই। দিল্লির এই ছোট্ট শিশু ধনিষ্ঠার ‘ব্রেন ডেথ’ হয়ে যায়। কিন্তু ধনিষ্ঠার শরীরের বিভিন্ন অঙ্গদানের ফলে হাসি ফুটল পাঁচ মুমূর্ষ রোগীর পরিবারের মুখে। সদ্য সন্তানহারা এক অভিভাবকের এই সিদ্ধান্তে অভিভূত হাসপাতালের চিকিৎসক থেকে অন্য রোগীরা।
চলতি মাসের ৮ তারিখে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয় রোহিনী অঞ্চলের বাসিন্দা ধনিষ্ঠা। তিন দিনের মধ্যে অর্থাৎ ১১ জানুয়ারি ধনিষ্ঠার জীবনের সঙ্গে লড়াই শেষ হয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র মেয়ের মৃত্যুর খবর জানার পর পাগল হয়ে যায় ধনিষ্ঠার বাবা আশিস কুমার ও মা ববিতা। কিন্তু ওই অবস্থাতেও তাঁরা তাঁদের মেয়েকে আজীবন বাঁচিয়ে রাখার এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
ধনিষ্ঠার ‘ব্রেন ডেথ’ হলেও শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ছিল সচল। তাই মা-বাবা তাদের একমাত্র মেয়ে ধনিষ্ঠার বিভিন্ন অঙ্গদানের সিদ্ধান্ত নেন। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ধনিষ্ঠার হৃদপিণ্ড, দুটি কিডনি, যকৃত ও কর্নিয়া সফলভাবে প্রতিস্থাপিত হয়েছে পাঁচ রোগীর শরীরে। ধনিষ্ঠার শরীরের অন্যান্য অঙ%