জিবি হাসপাতাল এর নির্ধারিত স্থানে করোনা টেস্ট করাতে আসলে তাদেরকে করোনা টেস্ট করার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ।এ বিষয়ে জানতে চাওয়া হলে জিবি হাসপাতালে করোনা টেস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান প্রয়োজনীয় সংখ্যক কিটএখানে নেই। শুধুমাত্র জরুরী রোগীর জন্যই এখানে করোনা টেস্ট কিট মজুত রয়েছে বলে জানানো হয়।সেনাবাহিনীর নিয়োগ প্রিলতে অংশগ্রহণকারী কুড়ি পঁচিশ জন যুবক বুধবার জিবি হাসপাতালে করোনা টেস্ট করাতে গিয়ে সমস্যায় পড়ায় তারা বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আনেন। তারা জানান জিবি হাসপাতাল এ করোনা টেস্ট এর দায়িত্বে থাকা কর্মীদের কাছে গেলে তারা নাকি স্পষ্টভাবে জানিয়ে দেন এখানে তাদের করুণা টেস্ট কোনভাবেই করানো সম্ভব হবে না।
তারা চাপাচাপি করতে শুরু করলে শেষ পর্যন্ত করোনা টেস্ট এর দায়িত্ব প্রাপ্ত কর্মীরা এ বিষয়ে মেডিকেল সুপারের সঙ্গে দেখা করতে পরামর্শ দেয়।তাদের পরামর্শ অনুযায়ী সেনাবাহিনীর নিয়োগ অংশগ্রহণকারী যুবকরা মেডিকেল সুপারের সঙ্গে দেখা করতে যান।জিবি হাসপাতালের মেডিকেল সুপার এর সঙ্গে দেখা করতে গেলে মেডিকেল সুপার স্পষ্টভাবে জানিয়ে দেন তার কাছে কি তৈরি হয় না। কিট মজুত নেই বলি তাদেরকে করোনা টেস্ট করানো যাবে না বলেও তিনি জানান। করোনা টেস্ট করাতে এসে টেস্ট করাতে না পারায় রীতিমতো বিপাকে পড়েছে সেনাবাহিনী নিয়োগ দিতে অংশগ্রহণে ইচ্ছুক ওই যুবকরা।
রাজ্যের প্রধান হাসপাতালে করোনা টেস্ট করানোর সুযোগ না থাকলে তারা কোথায় যাবে টেস্ট করাতে সেই প্রশ্ন তুলেছে। জিবি হাসপাতালে ধরনের কার্যকলাপে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে। করোনা টেস্ট করাতে না পারায় জিবি হাসপাতালে তারা বিক্ষোভ প্রদর্শন করে। হাসপাতাল কর্তৃপক্ষের কোন ধরনের অজুহাত তারা মেনে নিতে রাজি নয় বলেও স্পষ্টভাবে জানায়।