চীফ মিনিস্টারস ডিসক্রিশনারী গ্র্যান্ট ১০ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি।। চীফ মিনিস্টারস ডিসক্রিশনারী গ্র্যান্ট ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ আজ মন্ত্রিসভার বৈঠকে ’দ্যা চীফ মিনিস্টারস ডিসক্রিশনারী গ্র্যান্ট রুলস’-এর ষষ্ঠ সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠকের পর আজ সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

তিনি আরও জানান, ’দ্যা চীফ মিনিস্টারস ডিসক্রিশনারী গ্র্যান্ট রুলস’-এর ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে দুর্ঘটনাজনিত মৃত্য/আহত এবং করোনা ভাইরাস জনিত কারণে মৃত্য হলে আর্থিক সুুবিধা পাওয়ার বিষয়টিকে যুক্ত করা হয়েছে৷ আগে এইগুলি ’দ্যা চীফ মিনিস্টারস ডিসক্রিশনারী গ্র্যান্ট রুলস’-এ অন্তর্ভক্ত ছিলনা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?