অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। নারী নিরাপত্তার প্রশ্নে আরও একবার অস্বস্তিতে পড়ে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাস দুয়েক আগে দলিত নির্যাতিতার মৃত্যুর ঘিরে দেশজুড়ে তোলপাড়ের পর আবারও সামনে এল নির্যাতনের ঘটনা।
উত্তর প্রদেশের শাহজাহানপুরে এবার ধর্ষণের শিকার ক্লাস ৪ এর শিশু। ধর্ষকদের পাশবিক নির্যাতনের জেরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। সেখানে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্ষণের পর ওই ৪ বছরের শিশুটিকে হত্যা করতে চেষ্টা করে ধর্ষকরা। শেষে শিশুটি মারা গিয়েছে ভেবে ওই স্থান ফেলে রেখে পালায়। স্থানীয় বিধায়ক জানিয়েছেন, পরিস্থিতির অবনতি হওয়ায় শাহজানপুরের মেডিক্যাল কলেজে ওই নির্যাতিতাকে ভর্তি করা হয়।
প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরেও অবস্থার অবনতি হওয়াতেই সরকারি হাসপাতালে নিযে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাথরস, বদায়ূঁ-র পরও একাধিকবার নারী নিগ্রহে খবরের শিরোনামে এসেছে যোগী রাজ্য। অথচ কোনও ভাবেই নারী নিগ্রহে লাগাম টানতে পারছে না প্রশাসন।