ইথিওপিয়ায় সশস্ত্র হামলায় নিহত অন্তত ৮০

অনলাইন ডেস্ক, ১৪ জানুয়ারি।। ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে নতুন একটি হামলায় কমপক্ষে ৮০ জন মারা গেছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি)।

ইএইচআরসি-এর মুখপাত্র হারুন মাশো ইথিওপিয়ার বেনিশানুল-গুমুজ অঞ্চল থেকে এএফপিকে বলেছেন, ‘আমরা ৮০ জন নিহতের খবর পেয়েছি। ডালেটি নামক একটি এলাকায় এই ঘটনা ঘটেছে।’ মাশো আরও বলেন, ‘তাদের মধ্যে ৪৫ বছর বয়সী মানুষ থেকে শুরু করে ২ বছরের শিশুও রয়েছে।

হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি কর্তৃপক্ষ। ’

ইথিওপিয়ার সরকার বলেছে, সংঘাতকবলিত তাইগ্রে অঞ্চলের সাবেক ক্ষমতাসীন দলের তিন সদস্যকে হত্যা করেছে সেনাবাহিনী। তাদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেয়ম মেসফিনও।

সাম্প্রতিক মাসগুলোতে এখানে সহিংসতায় কয়েক শ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৩ ডিসেম্বর একটি হামলাতেই ২০৭ জন নিহত হন। মাশো বলেন, অব্যাহতভাবে চলা সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অঞ্চলে সহিংসতার অবসান ঘটাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত ডিসেম্বরে ওই অঞ্চলে পরিদর্শনে যান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?