চাকরিচ্যুত শিক্ষকদের নিয়ে হলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ জানুয়ারি।। বিগত বামফ্রন্ট সরকারের চাকরি নীতি এবং বর্তমান সরকারের চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্ত বিষয় নিয়ে তালবাহানায় সরব হলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস। বুধবার আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস অভিযোগ করেন গত বামফ্রন্ট সরকার নিয়ম-নীতি লংঘন করে যাদেরকে চাকুরীতে নিয়োগ করেছিল তারা আজ জীবন-জীবিকা নিয়ে এক অসহায় পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এর দায় তারা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না।

বাম আমলের চাকরি নীতির তীব্র সমালোচনা করতে গিয়ে প্রাক্তন সাংসদঅজয় বিশ্বাস বলেন বিগত বামফ্রন্ট সরকার চাকরি দেওয়ার ক্ষেত্রে বেকারদের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করেছে। স্থির বেতনে পাঁচ বছরের জন্য বেকারদের সরকারি চাকরিতে নিযুক্ত করেছে বিগত বামফ্রন্ট সরকার। এ ধরনের নীতি ভূ-ভারতে কোথাও নেই বলেও তিনি উল্লেখ করেন। বর্তমানে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আন্দোলন চালিয়ে গেলেও বর্তমান সরকার তাদের প্রতি সহানুভূতি না দেখানোয় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

অবিলম্বে তাদেরকে নিযুক্তির ব্যবস্থা করতো তিনি জানিয়েছেন।উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা বিগত একটানা ৩৮ দিন ধরে রাজধানী আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে গণঅবস্থান সংগঠিত করে আসছেন। ইতিমধ্যেই হতাশাগ্রস্ত হয়ে এবং বিনা চিকিৎসায় ৮১জনের মৃত্যু হয়েছে।সরকার তাদেরকে নিযুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এইসব পরিবারগুলি আরো অসহায় হয়ে পড়বে বলে তিনি মনে করেন।বিষয়টি মানবিক ও সহানুভূতির দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?