আবারও জটিল রোগের সফল চিকিৎসা জিবিপি হাসপাতালে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি।। দীর্ঘ সময় ধরে জটিল রোগে ভুগতে থাকা তেইশ বছরের মহিলাকে সুুস্থ করে তুললেন এজিএমসি অ্যাণ্ড জিবি পন্থ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকগণ৷ তেলিয়ামুড়ার বাসিন্দা এই ভদ্রমহিলা গত ১৩ ডিসেম্বর এজিএমসি অ্যাণ্ড জিবি পন্থ হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি হন৷ মূলত পেট ফুলে থাকা, পা ফোলা এ সমস্ত উপসর্গ নিয়ে তিনি ভর্তি হন৷

উল্লেখ্য, গত ছয় মাস ধরেই তার দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসছিল৷ এরআগে তিনি বর্হিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন৷ সেখানে তার নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়৷ তার চোখে ইে’কশনও দেওয়া হয়৷ পেটের ভেতর থেকে রস সংগ্রহ করে পরীক্ষাও করা হয়৷

প্রচুর অর্থও ব্যয় হয় বর্হিরাজ্যের চিকিৎসায়৷ গত ১৩ ডিসেম্বর সঙ্কটজনক অবস্থায় তিনি এজিএমসি ও জিবিপি হাসপাতালে ভর্তি হন৷ তিনি তীব রক্তাপ্লতায় ভুগছিলেন৷ তাকে তৎক্ষণাৎ মেডিক্যাল আই সি ইউ তে স্থানান্তরিত করা হয়৷ তাকে দু’বোতল রক্ত দেওয়া হয়৷ তাছাড়া অন্যান্য ওষুধপত্রও দেওয়া হয়৷ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও দ্রত করা হয়৷ শেষে তার কানেকটিভ টিস্যু ডিজর্ডার বলে সনাক্ত করা হয়৷ আই সি ইউতে ১৬ দিন চিকিৎসার পর তিনি সুুস্থ হয়ে উঠেন৷ এজিএমসি’র মেডিসিন বিভাগের এইচ ও ডি ডাঃ প্রফেসর শ্যামল রায়ের তত্বাবধানে চিকিৎসকদের একটি দল মহিলার চিকিৎসা করেন৷

বর্তমানে তিনি সুুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ সম্পতি একের পর এক জটিল অস্ত্রোপচার সাফল্যের পর রাজ্যের চিকিৎসকদের এই সাফল্য নিশ্চিতভাবে এ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপর জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে বলে দপ্তর মনে করে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা আজ এক প্রেস রিলিজে এই সংবাদ জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?