স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ জানুয়ারি।। বুধবার গভীর রাতে রাজধানী আগরতলা শহরের রামনগরে জুয়েলারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল জ্যোৎস্না জুয়েলারি নামে একটি জুয়েলারি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী দোকানের লোকজনর এসে লক্ষ করেন জুয়েলারির সাটার ভাঙ্গা। পার্শ্ববর্তী দোকানের মালিকরা খবর দেন জুয়েলারির দোকানের মালিককে। খবর পেয়ে জুয়েলারির মালিকের দোকান ছুটে আসেন।
তবে দোকানে সোনাদানা তেমন বিশেষ কিছু ছিল না বলে জানা গেছে।জুয়েলারির দোকানের মালিক খবর দেন রামনগর আউটপোস্ট এর পুলিশকে। খবর পেয়ে রামনগর আউটপুটের পুলিশ এসে ঘটনা তদন্ত করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাজধানী আগরতলা শহর এলাকার জনবহুল এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘিরে জনমনে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য পার্শ্ববর্তী দোকানের মালিক সহ এলাকাবাসীরা দাবি জানিয়েছেন।