বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা ঘটনা প্রত্যক্ষ করে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।প্রেমতলা থেকে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত রাজমিস্ত্রি আয়াজ আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন।অসতর্কতার কারণে ওই রাজমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানা গেছে। তবে অল্পেতে প্রাণে বেঁচে আছে ওই রাজমিস্ত্রি।