উল্লেখ্য, নরেন্দ্র মোদি সরকার আগেই ঘোষণা করেছে ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে। সবার আগে টিকিট পাবেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও করোনার বিরুদ্ধে যারা সামনে থেকে লড়ছেন তাঁরা। এ বিষয়ে প্রতিটি রাজ্যকে আগেই তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সেই তালিকা অনুযায়ী চলবে ভ্যাকসিন প্রয়োগের কাজ। বুধবার পুদুচেরির মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছেন।
ওই চিঠিতে তিনি অনুরোধ করেছেন সবার আগে করোনার ভ্যাকসিন যেন নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দেওয়া হয়। এতে মানুষের মনে আত্মবিশ্বাস তৈরি হবে। তারা টিকা নিতে ভরসা পাবেন। টিকা নিয়ে মানুষের মনে যে সংশয় রয়েছে তা সহজেই দূর হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হলেও তার চূড়ান্ত পরীক্ষার রিপোর্ট এখনও হাতে আসেনি। এই টিকা নেওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে তা এখনও জানা যায়নি। তাই এই ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন রয়েছে। মানুষ ভয় পাচ্ছেন।
তাঁদের ভয় দূর করতেই নেতা-মন্ত্রীদের আগে টিকা দেওয়া হোক। যদিও রাজনৈতিক মহল মনে করছে, মুখ্যমন্ত্রী এভাবে নেতা-মন্ত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে জোর দিতে চাইছেন। কিন্তু তিনি সরাসরি সে কথা না বলে ঘুরপথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। তবে প্রধানমন্ত্রী বা কেন্দ্র নারায়নস্বামীর এই অনুরোধ মানে কিনা এখন সেটাই দেখার।