জানা যাচ্ছে, জানুয়ারি মাসের শেষেই নাকি ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান । আলিবাগেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। চলতি মাসের শেষে বিয়ের দিনক্ষণ স্থির হওয়ায় বরুণকে প্রায়ই আলিবাগ যেতে হচ্ছে। আলিবাগের পাঁচতারা হোটেলেই বরুণ এবং নাতাশার বিয়ের আসর বসবে বলে খবর পাওয়া যাচ্ছে।
সম্প্রতি করিনা কাপুর খানের একটি টক শোয়ে হাজির হন নাতাশা দালাল এবং বরুণ ধাওয়ান। সেখানে নাতাশাকে বরুণের হবু স্ত্রী বলে উল্লেখ করেন করিনা। টক শোয়ের বেশ কিছু ভিডিও প্রকাশ্যে আসলে তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এবার নিজের ব্যক্তিগত জীবন গুছিয়ে ফের ক্যামেরার সামনে বরুণ হাজির হবেন বলে খবর।
এদিকে চলতি মাসের শেষে ধাওয়ান পরিবারের তরফে ‘ফিট ফ্যাট পাঞ্জাবি ওয়েডিং’-এর ব্যবস্থা করা হচ্ছে। যদিও কোভিডের জেরে ধাওয়ানদের নিমন্ত্রিতদের তালিকায় বেশ কিছু কাটছাট করা হয়েছে। তবে জাঁকজমকে কোনও ঘাটতি পড়েনি। যদিও কারা কারা বরুণ-নাতাশার বিয়েতে হাজির হচ্ছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পাশাপাশি বিয়ের পর বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের রিসেপশনের আসর কোথায় বসবে, সে বিষয়েও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ২০২০ সালেই বরুণ-নাতাশার বিয়ের আসর বসার কথা ছিল। তবে করোনার জেরে তা পিছিয়ে যায়।