অনলাইন ডেস্ক, ১৩ জানুয়ারি।। তিন কৃষি আইন নিয়ে অনড় দুই পক্ষই। কৃষকরা যেমন তিন আইন বাতিলের দাবিতে অনড়, তেমনই সরকার পক্ষ পাল্টা জানিয়েছে আইন প্রত্যাহারের প্রশ্নই নেই। নভেম্বরের শেষ থেকেই দিল্লিতে আন্দোলনে নেমেছেন কৃষকরা।
এই আন্দোলন করতে গিয়েই এখনও পর্যন্ত বিভিন্ন কারণে ৬০ জন কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এই কৃষক মৃত্যু নিয়ে বুধবার কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধি।
কংগ্রেস সাংসদ বললেন, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কোনও লজ্জা নেই। ৬০ জন কৃষকের মৃত্যু হল, তাতেও মোদি সরকার বিচলিত নয়। আসলে এই সরকার শুধু তার শিল্পপতি বন্ধুদের কথাই ভাবে। কৃষক বন্ধুদের তারা চিনেও চেনে না। শুধু ভোট এলেই কৃষকদের কথা মনে করে। সে সময় তারা কৃষকদের জন্য কুমিরের কান্না কাঁদে। কিন্তু ভোট মিটে গেলেই কৃষকদের সঙ্গে সব সম্পর্ক শেষ হয়ে যায়।
কৃষকরাও হুমকি দিয়েছেন, তিন কৃষি আইন বাতিল করা না হলে তাঁরা ২৬ জানুয়ারি দিল্লির বুকে ট্রাক্টর মিছিল করবেন। কৃষকদের এই মিছিল আটকাতে শীর্ষ আদালতে গিয়েছে কেন্দ্র। এ ঘটনায় রাহুল গান্ধি টুইট করে বলেন।
৬০ জন কৃষকের মৃত্যুতেও এই সরকার লজ্জিত নয়। দিনের-পর-দিন কৃষকরা খোলা আকাশের নিচে, কনকনে ঠান্ডায় আন্দোলন করছেন। কৃষকদের প্রতি এতটুকু সহানুভূতি নেই এই সরকারের। কিন্তু কৃষকদের ট্র্যাক্টর মিছিল আটকানোর জন্য সরকার মরিয়া হয়ে উঠেছে।
উল্লেখ্য, দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হওয়ার পরে এখনো পর্যন্ত বিভিন্ন কারণে ৬০ জন কৃষকের মৃত্যু হয়েছে বলে কৃষকরা দাবি করেছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ বা প্রবল ঠান্ডায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। উল্লেখ্য, মূলত পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের কৃষকরাই এই আন্দোলনে সামিল হয়েছেন। আইন বাতিলের দাবিতে অনড় তাঁরা।